দেশ প্রতিক্ষণ, ঢাকা: সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে ইউনিয়ন ইন্স্যুরেন্স লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ০১ শতাংশ কমেছে। কোম্পানিটি ৩ হাজার ৩৬৮ বারে ২২ লাখ ৮৬ হাজার ৪৪০ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৪ কোটি ৮২ লাখ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ৬২ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ২৭৮ বারে ৬ লাখ ২০ হাজার ৯৯৮ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪ কোটি ১৯ লাখ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা ক্রিস্টাল ইন্স্যুরেন্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ৪৮ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ৯০৭ বারে ৫ লাখ ৩৮ হাজার ৪৩৭ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৫ কোটি ৮২ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে: রিলায়েন্স ইন্স্যুরেন্সের ৬.৪৩ শতাংশ, দেশ জেনারেল ইন্স্যুরেন্সের ৬.১৪ শতাংশ, কর্ণফুলি ইন্স্যুরেন্সের ৫.৮৯ শতাংশ, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের ৫.৭৮ শতাংশ, মিরাকলের ৫.৪০ শতাংশ, ন্যাশনাল ফিড মিলসের ৪.৮৯ শতাংশ এবং অগ্রণী ইন্স্যুরেন্সের শেয়ার দর ৪.৮৭ শতাংশ কমেছে।