দেশ প্রতিক্ষণ, ঢাকা: সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে দেশবন্ধু পলিমার লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ১৮ দশমিক ৩৪ শতাংশ। কোম্পানিটি ৪ হাজার ৯ বারে ৮৬ লাখ ৭৩ হাজার ৬২৮ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২২ কোটি ৫৭ লাখ টাকা। তালিকায় ২য় স্থানে থাকা রেনউইক যজ্ঞেস্বরের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৭ দশমিক ৪৯ শতাংশ । কোম্পানিটি ৪৭৫ বারে ১৭ হাজার ৫৯১ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ কোটি ৪৫ লাখ টাকা।

তালিকার ৩য় স্থানে থাকা নর্দান ইসলামী ইন্স্যুরেন্সের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৭ দশমিক ৪৩ শতাংশ। কোম্পানিটি ৩৪১ বারে ৩ লাখ ৪৭ হাজার ৩৪০ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ কোটি ৭৮ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে: ন্যাশনাল টি’র ৬.৮৩ শতাংশ, ফাইন ফুডসের ৩.৭৫ শতাংশ, প্রিমিয়ার সিমেন্টের ৩.৫৩ শতাংশ, লিবরা ইনফিউশনের ৩.০৩ শতাংশ, সী পার্লের ২.৮২ শতাংশ, বিডি অটোকার্সের ২.৫৪ শতাংশ এবং মুন্নু এগ্রোর শেয়ার দর ২.৪৪ শতাংশ বেড়েছে।