দেশ প্রতিক্ষণ, ঢাকা: সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূচকের নামমাত্রা উত্থান হয়েছে। তবে টানা কয়েক কার্যদিবস ধরে দরপতনে শেয়ার বিক্রির চাপ অব্যাহত রয়েছে। এছাড়া দিনভর সূচকের উঠানামায় কোম্পানিগুলোর শেয়ার দর উত্থানের তুলনায় পতন হয়েছে বেশি। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক বেড়েছে দশমিক ৩৪ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ৪ পয়েন্ট।

ডিএসইর দেওয়া তথ্য মতে, বিমা ও খাদ্য খাতের শেয়ারের দাম বৃদ্ধিকে কেন্দ্র করে বুধবার বড় দরপতন থেকে রক্ষা পেয়েছে পুঁজিবাজার। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে দশমিক ৩৪ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২৬২ পয়েন্টে দাঁড়িয়েছে।

প্রধান সূচকের পাশাপাশি অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস শরীয়াহ সূচক দশমিক ৭৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ২৫৬ পয়েন্টে। ডিএস-৩০ সূচক দশমিক ৮২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১৩৫ পয়েন্টে।

ডিএসইতে ৩০৩টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৬৪টির বা ২১.১২ শতাংশের দর বেড়েছে। শেয়ার দর কমেছে ৭৫টির বা ২৪.৭৫ শতাংশের এবং ১৬৪টির বা ৫৪.১৩ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে। ডিএসইতে আজ ৪৫০ কোটি ৯৮ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৪৬ কোটি ১৯ লাখ টাকা কম। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৪৯৭ কোটি ১৭ লাখ টাকা।

এদিন অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ৪.৯০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫৫১.১২ পয়েন্টে। এছাড়া সিএসসিএক্স ২.৭৩ পয়েন্ট এবং সিএসআই ০.০১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১১ হাজার ৯০.৬৩ পয়েন্টে এবং একহাজার ১৬৬.৭৩ পয়েন্টে। তবে সিএসই-৩০ সূচক ২.৪২ পয়েন্ট এবং সিএসই-৫০ সূচক ০.৫৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১৩ হাজার ৩৫৪.৭০ পয়েন্টে এবং একহাজার ৩০৬.১০ পয়েন্টে।

আজ সিএসইতে ১২৮টি প্রতিষ্ঠানে লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৯টির, কমেছে ৫০টির আর অপরিবর্তিত রয়েছে ৪৯টি প্রতিষ্ঠানের। আজ সিএসইতে ২২ কোটি ৮৮ লাখ টাকার লেনদেন হয়েছে।