দেশ প্রতিক্ষণ, ঢাকা: সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯০ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ১০৬ বারে ৪০ লাখ ২২ হাজার ৩৮৪ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৪ কোটি ৭৯ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা এমারেল্ড অয়েলের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৬ দশমিক ৮৪ শতাংশ । কোম্পানিটি ৩ হাজার ১৫১ বারে ৫ লাখ ৩১ হাজার ১৩৮ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৫ কোটি ৮৮ লাখ টাকা। তালিকার ৩য় স্থানে থাকা ন্যাশনাল টি’র শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ১ দশমিক ৩৯ শতাংশ। কোম্পানিটি ৭৬৩ বারে ২৬ লাখ ২৭ হাজার ৫৫৪ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ কোটি ২৪ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে: এপেক্স ট্যানারির ১.০৪ শতাংশ, বাটা সু’র ১ শতাংশ, আলিফ ইন্ডাস্ট্রিজের ০.৭০ শতাংশ, সী পার্লের ০.৬২ শতাংশ, প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ০.৪৮ শতাংশ, যমুনা অয়েলের ০.২২ শতাংশ এবং ইস্টার্ন ক্যাবলসের শেয়ার দর ০.১৬ শতাংশ শেয়ার দর বেড়েছে।