দেশ প্রতিক্ষণ, ঢাকা: সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূচকের বড় দরপতনে লেনদেন শেষ হয়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২৪ দশমিক ৪৮ পয়েন্ট সূচকের পতনে শীর্ষ ভুমিকায় তিন মেগা কোম্পানি জানা গেছে, এই তিন কোম্পানির মধ্যে রয়েছে ইউনিক হোটেল, বিএসসি এবং রূপালী ব্যাংক লিমিটেড। সংশ্লিস্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলোর মধ্যে আজ ইউনিক হোটেলের শেয়ারদর কমেছে ৩.৭৭ শতাংশ। এরই ফলে আজ সূচক পতনে কোম্পানিটির দায় ছিল ১.৩১ পয়েন্ট। সবশেষে কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৬৩ টাকা ৮০ পয়সায়।
আজ সূচক পতনে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন। আজ কোম্পানিটির শেয়ারদর কমেছে ৪.০২ শতাংশ। এরই ফলে আজ সূচক পতনে কোম্পানিটির দায় ছিল ১.২৭ পয়েন্ট। সবশেষে কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১১২ টাকা ৩০ পয়সায়।
আজ সূচক পতনে তৃতীয় অবস্থানে উঠে এসেছে রূপালী ব্যাংক লিমিটেড। আজ কোম্পানিটির শেয়ারদর কমেছে ৪.৫১ শতাংশ। এরই ফলে আজ সূচক পতনে কোম্পানিটির দায় ছিল ০.৯৯ পয়েন্ট। সবশেষে কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২৫ টাকা ৪০ পয়সায়।