ভিসানীতি ফিলিস্তিন-ইসরাইল যুদ্ধসহ নানা ইস্যুতে টালমাতাল পুঁজিবাজার
রাকিবুল হাসান, দেশ প্রতিক্ষণ, ঢাকা: ভিসানীতি নিয়ে নানা গুজব চাউর হচ্ছে পুঁজিবাজারে। এবার ভিসানীতির সঙ্গে যুক্ত হয়েছে ফিলিস্তিন-ইসরাইল যুদ্ধ। পুঁজিবাজারে এখন প্রধান আলোচনার বিষয় এই দুই প্রসঙ্গ। এই দুই নেতিবাচক খবরে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে সূচকের দরপতন হয়েছে।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, নেতিবাচক ছোট খবরও আমাদের দেশের পুঁজিবাজারে বড় করে দেখা হয়। অথচ ইতিবাচক বড় খবরও পুঁজিবাজারে তেমন পাত্তা পায় না। তাঁরা বলছেন, আমাদের দেশের পুঁজিবাজারে সুযোগ সন্ধানীরা এসব খবরকে কাজে লাগানোর জন্য সব সময় ওঁৎ পেতে বসে থাকে। এখন সেই খবর তারা কাজে লাগাচ্ছে।
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসেও শেয়ার বিক্রির চাপে সূচকের দরপতন হয়েছে। ফলে বিনিয়োগকারীদের মাঝে পতনের অজানা আতঙ্ক কাজ করেছে। যার ফলে বেশিরভাগ কোম্পানির শেয়ারের পতন-চিত্র নিয়েই দিনের লেনদেন শুরু হয়। যা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত থাকে। এদিন ২৯টি কোম্পানির শেয়ারের দাম বৃদ্ধির বিপরীতে কমেছে ১০৭ কোম্পানির শেয়ারের দাম। অর্থাৎ দাম বাড়ার পরিবর্তে তিনগুণ কোম্পানির শেয়ারের দাম কমেছে।
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক কমেছে ৭ দশমিক ৬২ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ৭ পয়েন্ট। সূচক কমলেও বেড়েছে লেনদেনও। এর আগের দিন গত রোববার ডিএসইতে সূচক পতন হয়েছিল ২৪ পয়েন্ট। অপর বাজার সিএসইর সূচক কমেছে ৫৪ পয়েন্ট।
ডিএসইর দেওয়া তথ্য মতে, সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৭ দশমিক ৬২ পয়েন্ট কমে ৬ হাজার ২২৯ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান সূচকের পাশাপাশি অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস শরীয়াহ সূচক ১ দশমিক ১৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ২৫০ পয়েন্টে। ডিএস-৩০ সূচক দশমিক ৩৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১৩১ পয়েন্টে।
এদিন বাজারে লেনদেন হওয়া ২৮৩টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২৯টির। বিপরীতে কমেছে ১০৭টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দাম। আর অপরিবর্তিত রয়েছে ১৪৭টি কোম্পানির শেয়ারের দাম। বাজারে ৯ কোটি ৭১ লাখ ৭৬ হাজার ৬৭৮টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে; যা টাকার অঙ্কে ৪২৬ কোটি ১০ লাখ ১২ হাজার টাকা।
আগের দিন লেনদেন হয়েছিল ৩৬৭ কোটি ৮৪ লাখ ৪০ হাজার টাকা শেয়ার, বন্ড ও মিউচুয়াল ফান্ড। আগের দিনের চেয়ে লেনদেন কমেছে। ডিএসইতে গতকাল সোমবার ৪২৬ কোটি ১০ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৫৮ কোটি ২৬ লাখ টাকা বেশি। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৩৬৭ কোটি ৮৪ লাখ টাকা।
এদিন পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ১৩.৯৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৪৬৩.৭১ পয়েন্টে। এছাড়া সিএসসিএক্স ৮.৪২ পয়েন্ট এবং সিএসআই ০.৫৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১১ হাজার ৩৭.৯৮ পয়েন্টে এবং একহাজার ১৬১.৯৭ পয়েন্টে।
তবে সিএসই-৩০ সূচক ০.৩০ পয়েন্ট এবং সিএসই-৫০ সূচক ০.৬৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১৩ হাজার ৩৩০.৭০ পয়েন্টে এবং একহাজার ৩০৫.৫৩ পয়েন্টে। অন্যদিকে সিএসইতে ১২৪টি প্রতিষ্ঠানে লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৯টির, কমেছে ৫৮টির আর অপরিবর্তিত রয়েছে ৪৭টি প্রতিষ্ঠানের। আজ সিএসইতে ১৩ কোটি ৬৩ লাখ টাকার লেনদেন হয়েছে।