দেশ প্রতিক্ষণ, ঢাকা: সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে শ্যামপুর সুগার মিলস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ০৬ শতাংশ কমেছে। কোম্পানিটি ৫৫০ বারে ৮৩ হাজার ৬৩৪ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ২০ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে হাইডেলবার্গ সিমেন্টের শেয়ার দর আগের দিনের চেয়ে ৪ দশমিক ৮৬ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ৩৯০ বারে ৯৮ হাজার ৭৬৫ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ কোটি ৩৪ লাখ টাকা। তালিকায় তৃতীয় স্থানে থাকা রেনউইক যজ্ঞেশ্বরের শেয়ার দর আগের দিনের চেয়ে ৪ দশমিক ৭০ শতাংশ কমেছে। কোম্পানিটি ৬৫২ বারে ১০ হাজার ৪১০ টি শেয়ার লেনদেন করে।
যার বাজার মূল্য ৭৯ লাখ টাকা। তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- সেন্ট্রাল ফার্মার ১.৬৩ শতাংশ, এপেক্স স্পিনিংয়ের ১.৫৯ শতাংশ, এপেক্স ফুডসের ১.৫২ শতাংশ, পূবালী ব্যাংকের ০.৭৬ শতাংশ, তশরিফার ০.৭৪ শতাংশ, বিচ হ্যাচারির ০.৬৫ শতাংশ এবং নাভানা সিএনজির ০.৪৩ শতাংশ শেয়ার দর কমেছে।