দেশ প্রতিক্ষণ, ঢাকা: সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনভর সূচকের ওঠানামার মধ্য দিয়ে লেনদেন চললেও দিনশেষে সামান্য সূচকের উত্থান হয়েছে। মুলত খাদ্য-আনুষঙ্গিক ও প্রকৌশল খাতের শেয়ারে সম্মিলিত উত্থানে দিনশেষে সূচক বেড়েছে ৮ দশমিক ৮০ পয়েন্ট। মুলত লাফার্জ সুরমা সিমেন্ট, জেমিনিসি ফুড, ফুয়াং ফুড, দেশ বন্ধু পলিমার, মিরাকল ইন্ডাস্ট্রিজ বিডিকম সহ কয়েকটি কোম্পানির শেয়ারে ভর করে সূচকের কিছুটা উত্থান হয়েছে। সূচকের সঙ্গে বেড়েছে লেনদেনও।

ডিএসইর তথ্য মতে, বুধবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৮ দশমিক ৮০ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২৫৬ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান সূচকের পাশাপাশি অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস শরীয়াহ সূচক ৩ দশমিক ৮৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২৫৭ পয়েন্টে। ডিএস-৩০ সূচক ৪ দশমিক ৬৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১৪১ পয়েন্টে। এদিন ৭৯টি কোম্পানির শেয়ারের বৃদ্ধি বিপরীতে কমেছে ৬৪ কোম্পানির শেয়ারের দাম।

ডিএসইতে ২৮১টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৭৯টির বা ২৮.১১ শতাংশের দর বেড়েছে। শেয়ার দর কমেছে ৬৪টির বা ২২.৭৭ শতাংশের এবং ১৩৮টির বা ৪৯.১২ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে। ডিএসইতে আজ ৪৩০ কোটি ৪০ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৫৮ কোটি টাকা বেশি। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৩৭২ কোটি ৪০ লাখ টাকা।

এদিন অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ২৭.৭২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫১৭.৯১ পয়েন্টে। এছাড়া সিএসসিএক্স ১৫.৯২ পয়েন্ট, সিএসই-৩০ সূচক ১১.৯৯ পয়েন্ট, সিএসই-৫০ সূচক ২.২৮ পয়েন্ট এবং সিএসআই ১.৯৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১১ হাজার ৬৯.৯১ পয়েন্টে, ১৩ হাজার ৩৬৪.৬৫ পয়েন্টে, একহাজার ৩০৮.৭৭ পয়েন্টে এবং একহাজার ১৬৪.৮৬ পয়েন্টে।

আজ সিএসইতে ১২৭টি প্রতিষ্ঠানে লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৪৫টির, কমেছে ২৯টির আর অপরিবর্তিত রয়েছে ৫৩টি প্রতিষ্ঠানের। আজ সিএসইতে ৮ কোটি ০৮ লাখ টাকার লেনদেন হয়েছে।