দেশ প্রতিক্ষণ, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের তিন কোম্পানির উদ্যোক্তার ঘোষিত শেয়ার বিক্রি সম্পন্ন হয়েছে। কোম্পানিগুলো হলো- এনসিসি ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক এবং ব্যাংক এশিয়া লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, শাহজালাল ইসলামী ব্যাংকের করপোরেট পরিচালক ফকির নিটওয়্যার ৭২ লাখ ৫০ হাজার শেয়ার বিক্রি করেছে। এছাড়া ব্যাংকটির আরেক উদ্যোক্তা কোম্পানি জামান এগ্রো ফিশারিজ লিমিটেডও ১ লাখ ৮ হাজার ১৫০টি শেয়ার বিক্রি করেছে। গত ৩ অক্টোবর ব্যাংকটির উদ্যোক্তারা শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছিলো।

এদিকে এনসিসি ব্যাংকের উদ্যোক্তা নাসির কাদের নিজের হাতে থাকা ব্যাংকটির ২ লাখ শেয়ার বিক্রি সম্পন্ন করেছেন। ঢাকা স্টক একচেঞ্জের মার্কেট দরে তিনি বিক্রি সম্পন্ন করেন। এর আগে গত ৫ অক্টোবর তিনি শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন।

এছাড়া ব্যাংক এশিয়ার করপোরেট উদ্যোক্তা মোস্তফা স্টিল গ্যালভাইজিং প্লান লিমিটেডের হাতে থাকা ব্যাংকটির ৫ লাখ ৯০ হাজার শেয়ার বিক্রি সম্পন্ন হয়েছে। চিটাগং স্টক একচেঞ্জে বাজার দরে লেনদেন সম্পন্ন করেছে মোস্তফা স্টিল। এর আগে গত ৫ অক্টোবর কোম্পানিটি শেয়ার বিক্রির ঘোষণা দেয়।