দেশ প্রতিক্ষণ, ঢাকা: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের কিছুটা উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসইর) প্রধান সূচক বেড়েছে প্রায় ২ পয়েন্টের বেশি।
ডিএসই এমন উত্থানের পেছনে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে তিন কোম্পানি। সংশ্লিস্ট সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, এই তিন কোম্পানির মধ্যে রয়েছে: অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, কহিনুর কেমিক্যাল এবং সী পার্ল হোটেল।
কোম্পানিগুলোর মধ্যে আজ অলিম্পিক ইন্ডাস্ট্রিজের শেয়ারদর বেড়েছে ১.৮৫ শতাংশ। এরই ফলে আজ সূচক উত্থানে কোম্পানিটির অবদান ছিল ১.৭৭ পয়েন্ট। সবশেষে কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৫৪ টাকা ২০ পয়সায়।