দেশ প্রতিক্ষণ, ঢাকা: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ব্লক মার্কেটে ৬২টি কোম্পানির মোট ৩৫ কোটি ৭ লাখ ১২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, ব্লক মার্কেটে সবচেয়ে বেশি সি পার্ল রিসোর্টের ১১ কোটি ৩৯ হাজার, দ্বিতীয় স্থানে আলিফ ইন্ডাস্ট্রিজের ৩ কোটি ৪৮ লাখ ৪৩ হাজার ও তৃতীয় স্থানে ফাইন ফুডসের ৩ কোটি ৩৮ লাখ ৯১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

অন্যদিকে, ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে: এমারেল্ড অয়েলের ১ কোটি ৭৯ লাখ ৪৬ হাজার, জেমিনি সী ফুডের ১ কোটি ২৭ লাখ ৮১ হাজার, দেশবন্ধু পলিমারের ১ কোটি ২১ লাখ ৩৯ হাজার,

এইচ আর টেক্সটাইলের ১ কোটি ১২ লাখ ৪৫ হাজার, বেক্সিমকোর ৯৬ লাখ ৪১ হাজার, বেক্সিমকো ফার্মার ৭১ লাখ ৮ হাজার এবং এডিএন টেলিকমের ৬৭ লাখ ৪৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।