দেশ প্রতিক্ষণ, ঢাকা: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে এমারেন্ড অয়েল লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ২২ শতাংশ কমেছে। কোম্পানিটি ৪ হাজার ২২৪ বারে ১৭ লাখ ৩৩ হাজার ২৮৫ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৭ কোটি ৭০ লাখ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে খুলনা প্রিন্টিংয়ের শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ০৪ শতাংশ কমেছে। কোম্পানিটি ৪ হাজার ৫৪৪ বারে ৬৯ লাখ ৭২ হাজার ৯৪১ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৪ কোটি ৯০ লাখ টাকা। তালিকায় তৃতীয় স্থানে থাকা এমবি ফার্মার শেয়ার দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ১৩ শতাংশ কমেছে। কোম্পানিটি ৮৬৭ বারে ১৯ হাজার ৬৪১ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ৫৩ লাখ টাকা। তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- জেমিনি সী ফুডের ৬.৮৬ শতাংশ , দেশবন্ধু পলিমারের ৬.৩৩ শতাংশ , সিমটেক্সের ৬.০৫ শতাংশ , লিব্রা ফার্মার ৫.৯২ শতাংশ , রিপাবলিক ইন্স্যুরেন্সের ৫.৭০ শতাংশ , মেঘনা সিমেন্টের ৫.৬৪ শতাংশ ও হাওয়েল টেক্সটাইলের শেয়ার দর ৫.২৬ শতাংশ কমেছে।