মেঘনা কনডেন্সড মিল্কের লোকসানে টিকে থাকা নিয়ে শঙ্কা
দেশ প্রতিক্ষণ, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি মেঘনা কনডেন্সড মিল্ক কয়েক বছর ধরে টানা লোকসানে রয়েছে। এতে করে কোম্পানিটি সম্পদ ঋণাত্মক হয়ে গেছে। যা কোম্পানিটির ভবিষ্যতে ব্যবসা পরিচালনা করা বা টিকিয়ে রাখা নিয়ে শঙ্কা তৈরী করেছে বলে জানিয়েছেন নিরীক্ষক। কোম্পানিটির ২০২২-২৩ অর্থবছরের আর্থিক হিসাব নিরীক্ষায় এই শঙ্কা প্রকাশ করেছেন নিরীক্ষক।
নিরীক্ষক জানিয়েছেন, কোম্পানিটির ২০২২-২৩ অর্থবছরে নিট ৩ কোটি ৪০ লাখ টাকা লোকসান হয়েছে। যে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) ঋণাত্মক (৭২.২২) টাকা, শেয়ারপ্রতি লোকসান (২.১৩) টাকা ও নিট পরিচালন নগদ প্রবাহ ঋণাত্মক (০.৯৪) টাকা। মেঘনা কনডেন্সড মিল্কের এই সংকট কোম্পানিটির ভবিষ্যতে ব্যবসা পরিচালনা বা টিকিয়ে রাখার সক্ষমতা নিয়ে খুবই শঙ্কা তৈরী করেছে বলে জানিয়েছেন নিরীক্ষক।
উল্লেখ্য, ২০০১ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া মেঘনা কনডেন্সড মিল্কের পরিশোধিত মূলধনের পরিমাণ ১৬ কোটি টাকা। এরমধ্যে ৬২.৫৭ শতাংশ মালিকানা রয়েছে পুঁজিবাজারের বিভিন্ন শ্রেণীর (উদ্যোক্তা/পরিচালক ব্যতিত) বিনিয়োগকারীদের হাতে।