বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে সূচকের টানা উত্থানের বিকল্প নেই
মিজানুর রহমান, দেশ প্রতিক্ষণ, ঢাকা: সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূচকের কিছুটা উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। তবে এদিন ওষুধ ও রসায়ন খাত ও ব্যাংক খাত পাশাপাশি বস্ত্র খাতের শেয়ারে ভর করে কিছুটা সূচকের উত্থান ছিলো।
মুলত বিকন ফার্মা, বেক্সিমকো ফার্মা, সোনালী পেপার, মার্কেন্টাইল ব্যাংক, শাহজালাল ইসলামি ব্যাংক, আলিফ ম্যানুফেকচারিং, সিএন্ডএ টেক্সটাইল, রেনাটা, ড্রাগন সুয়েটার এবং রেকিট বেনকিজার বাংলাদেশ পিএলসি সূচকের ২০ পয়েন্ট উত্থানে বিশেষ ভুমিকা রাখে। ফলে ৯১ পয়েন্ট সূচকের উধাও হওয়ার পর পুঁজিবাজার কিছুটা ঘুরে দাঁড়িয়েছে। তবে বর্তমান বাজার পরিরিস্থিতে সূচকের টানা উত্থানের বিকল্প নেই বলে মনে করছেন বাজার সংশ্লিষ্ট সহ বিনিয়োগকারীরা।
একাধিক বিনিয়োগকারীর সাথে আলাপকালে বলেন, গত দুই মাস সূচকের টানা দরপতনে অধিকাংশ বিনিয়োগকারীর পুঁজি শেষের পথে। এ অবস্থায় বিনিয়োগকারীর মাঝে আস্থা ফেরাতে টানা উত্থানের বিকল্প নেই বলে মনে করছেন তারা। তাছাড়া পুঁজিবাজার স্থিতিশীল রাখতে ভালো মৌল ভিত্তি শেয়ারের বিনিয়োগ বাড়াতে হবে বলে তারা মনে করেন।
জানা গেছে, দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৭৯৬ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২৬৬ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক .৭৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৪ পয়েন্টে।
দিনভর লেনদেন হওয়া ৩৯৭ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২২২ টির, দর কমেছে ১১৩ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৬২টির। ডিএসইতে ৪৩৬ কোটি ৭৫ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ২ কোটি ৭৮ লাখ টাকা বেশি। এর আগের দিন লেনদেন হয়েছিল ৪৩৩ কোটি ৯৬ লাখ টাকার।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৮৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ৬১৪ পয়েন্টে। সিএসইতে ১৯১ টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৯৭ টির দর বেড়েছে, কমেছে ৬৫ টির এবং ২৯ টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ১৪কোটি ৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।