অবশেষে সিলেটে তীব্র তাপপ্রবাহের মধ্যে স্বস্তির বৃষ্টি
দেশ প্রতিক্ষণ, সিলেট ব্যুরো: বৃষ্টি নামলেই সবাই দিগ্বিদিক ছুটতে থাকেন। যে যার মতো নিরাপদ জায়গায় যান। কিন্তু রবিবার (২১ এপ্রিল) বিকেলে সিলেট নগরীতে যখন বৃষ্টি নামল কেউই যেন ঘরে বসে থাকতে পারলেন না। যে যেখানে ছিলেন সেখান থেকেই বৃষ্টিতে ভিজেছেন মনের আনন্দে। শিশু-কিশোর ও খেটে খাওয়া মানুষজনই বৃষ্টি গায়ে মেখেছেন বেশি।
সারা দেশে হিট অ্যালার্ট জারি হলেও সিলেট নেমেছে স্বস্তির বৃষ্টি। এই তীব্র গরমে ঝড়ো হাওয়ার সঙ্গে মুষলধারের বৃষ্টি যেন আশীর্বাদ হয়ে ঝরেছে।রবিবার বিকেল ৪টা থেকে বৃষ্টি শুরু হয়। প্রায় এক ঘণ্টার ঝড়ো বৃষ্টিতে প্রশান্তি নেমেছে নগরীতে। অবশ্য আগেই সিলেট বিভাগে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর।
এতে বলা হয়, রবিবার দুপুর ১টার মধ্যে সিলেটের বিভিন্ন এলাকার ওপর দিয়ে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে দুপুর ১টায় না হলেও বিকেল ৪টায় বৃষ্টি হয়েছে।
কয়েকদিন ধরেই সারা দেশে প্রখর তাপপ্রবাহ বইছে। তীব্র গরমে জনজীবন বিপর্যস্ত। তবে সিলেটে কিছুটা ব্যতিক্রম ছিল আবহাওয়া। দিনব্যাপী প্রখর রোদ ছিল না। আকাশে ছিল মেঘ ও সূর্যের লুকোচুরি খেলা। মেঘ-সূর্যের লুকোচুরি খেলার মাঝেই বিকেলে নামে স্বস্তির বৃষ্টি। সিলেট আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, রবিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সিলেটে ৬.৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
সিলেট আবহাওয়া অফিসের কর্মকর্তা শাহ মোহাম্মদ সজিব হোসেন বলেন, ‘কালবৈশাখী মৌসুমে আবহাওয়া এমনই থাকবে। কখনো বৃষ্টি হবে, কখনো ঝড় হবে আবার কখনো তীব্র তাপপ্রবাহ হবে। আজ যে বৃষ্টি হবে সেটার পূর্বাভাস ছিল। তবে ভৌগোলিক অবস্থানের কারণে সিলেটে দেশের অন্যান্য জায়গার চেয়ে গরম অনেক কম অনুভূত হচ্ছে।’