টানা দরপতন পর থামলো পুঁজিবাজার তবে টিকবে কী, লেনদেনে ভাটা
দেশ প্রতিক্ষণ, ঢাকা: সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূচকের কিছুটা উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। তবে ডিএসইর সূচক বাড়লেও কমেছে লেনদেন। ফলে টানা দরপতন পর পুঁজিবাজারে থামলোও টিকবে কীনা তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে বিনিয়োগকারীদের।
কারণ টানা দরপতনে অসহায় হয়ে পড়ছে বিনিয়োগকারীরা। গত দুই মাসের দরপতনে অধিকাংশ বিনিয়োগকারীদের পুঁজি ৭০ থেকে ৮০ শতাংশ উধাও হয়ে গেছে। এছাড়া ফোর্স সেল পড়ে শত শত বিনিয়োগকারী নি:স্ব হয়েছেন। এ অবস্থায় বাজার স্থিতিশীল রাখতে হলে ভালো মৌল ভিত্তি শেয়ারের টানা উত্থানের বিকল্প নেই বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।
জানা গেছে, দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৮৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১০০ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৮১২ পয়েন্টে।
দিনভর লেনদেন হওয়া ৩৯৫ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৬১ টির, দর কমেছে ১৬৮ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৬৬ টির। ডিএসইতে ৩৫০ কোটি ৭৯ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৮০ কোটি ৮৫ লাখ টাকা কম। এর আগের দিন লেনদেন হয়েছিল ৪৩১ কোটি ৬৪ লাখ টাকার।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৫৫৩ পয়েন্টে। সিএসইতে ২১৭ টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৫৩ টির দর বেড়েছে, কমেছে ১২০ টির এবং ৪৪ টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ১১ কোটি ২৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।