দেশ প্রতিক্ষণ, ঢাকা: সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ ফাইন্যান্স লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ৮৮ শতাংশ কমেছে। কোম্পানিটি ৮৪১ বারে ৯ লাখ ৮০ হাজার ৪৪৩ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ৪৬ লাখ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে বাংলাদেশ ওয়েলডিং ইলেকট্রোডসের শেয়ার দর আগের দিনের চেয়ে ২ দশমিক ৯৮ শতাংশ কমেছে। কোম্পানিটি ৭৬ বারে ১ লাখ ৪১ হাজার ১৫৯ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২৩ লাখ টাকা। তালিকায় তৃতীয় স্থানে থাকা খান ব্রাদার্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ২ দশমিক ৯৬ শতাংশ কমেছে।

কোম্পানিটি ১৪ বারে ৪৫১ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৬০ হাজার টাকা। তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে: শ্যামপুর সুগার মিলসের ২.৯৬ শতাংশ, ফাস ফাইন্যান্সের ২.৯৪ শতাংশ, লাভেলো আইসক্রিমের ২.৯৪ শতাংশ, পিপুলস লিজিংয়ের ২.৯৪ শতাংশ, সোনালী আঁশের ২.৯২ শতাংশ, ইজেনারেশনের ২.৯২ শতাংশ এবং আমান কটনের ২.৯২ শতাংশ শেয়ার দর কমেছে।