দেশ প্রতিক্ষণ, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি বাংলাদেশ ফাইন্যান্স লিমিটেড ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য নো ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।সমাপ্ত অর্থবছরে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি ৫ টাকা ৬০ পয়সা লোকসান হয়েছে।

তবে ঘোষিত নো ডিভিডেন্ড খতিয়ে দেখার দাবী করছেন বিনিয়োগকারীরা। কারণ যে কোম্পানি গত বছর মুনাফায় ছিলো হঠাৎ করে এত বছর লোকসানের কারণ কী। নো ডিভিডেন্ড ঘোষনার বিষয়টি অসঙ্গতিপূর্ণ এবং সন্দেহজনক বলে মনে করছেন বিনিয়োগকারীরা।

কোম্পানিটির আগের অর্থবছরে ১ টাকা ২৫ পয়সা ইপিএস হয়েছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১১ টাকা ৫৩ পয়সা। আগামী ৩০ জুলাই সকাল ১১ টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৮ জুলাই ।