দেশ প্রতিক্ষণ, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি মীর আক্তার হোসেন লিমিটেডের বিশেষ সাধারণ সভার (ইজিএম) প্ল্যাটফর্ম পরিবর্তন করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, কোম্পানিটির আসন্ন ইজিএম ডিজিটাল প্লাটফর্মের পরিবর্তে হাইব্রিড পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। আজ মঙ্গলবার সকাল ১১টায় কোম্পানিটির ইজিএম অনুষ্ঠিত হবে। কোম্পানিটি আংশিক রূপান্তরযোগ্য ও রিডিমেবল বন্ড ইস্যুতে এ ইজিএম আহ্বান করেছে।

হাইব্রিড সিস্টেমের পাশাপাশি অনলাইন এবং শারীরিক উপস্থিতিতেও এ ইজিএমে অংশগ্রহণ করা যাবে। রাজধানীর ইস্কাটন গার্ডেন রোডের রেড ক্রিসেন্ট বোরাক টাওয়ারের (প্রথম তলা) অ্যাবাকাস কনভেনশন সেন্টারে এ ইজিএম অনুষ্ঠিত হবে।