দেশ প্রতিক্ষণ, ঢাকা: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূচকের দরপতনে লেনদেন শেষ হয়েছে। তবে ঈদের পরে ফের দরপতনে আতঙ্কিত হয়ে পড়ছেন বিনিয়োগকারীরা। সোমবার লেনদেন শুরু থেকে ৮ কোম্পানির শেয়ার বিক্রির চাপে সূচকের দরপতনে হয়েছে। মুলত ৮ কোম্পানির শেয়ার বিক্রির চাপে ডিএসইর সূচক খোয়া যায় ১৬ পয়েন্টের বেশি।

কোম্পানিগুলো হলো: বৃটিশ অ্যামেরিকান ট্যোবাকো, বিকন ফার্মা, স্কয়ার ফার্মা, কোহিনূর কেমিক্যাল, ইউনিক হোটেল, ন্যাশনাল ব্যাংক, খান ব্রাদার্স ও বেস্ট হোল্ডিং। অন্যদিকে, বাকি ২৪৭টি প্রতিষ্ঠানের দাম কমাতে ডিএসইর সূচক কমেছে ১১ পয়েন্ট। এদিন ডিএসইর সূচক কমেছে প্রায় ২৭ পয়েন্ট।