দেশ প্রতিক্ষণ, ঢাকা: সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে হাইডেলবার্গ সিমেন্ট পিএলসি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ১০ শতাংশ। কোম্পানিটি ৫৪৬ বারে ৯০ হাজার ৮৩৪ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ কোটি ৮৮ লাখ টাকা।

তালিকায় ২য় স্থানে থাকা রবি আজিয়াটার শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৮৫ শতাংশ। কোম্পানিটি ৩ হাজার ২২৫ বারে ৩৭ লাখ ৭৬ হাজার ৩৩ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৮ কোটি ৬৯ লাখ টাকা। তালিকার ৩য় স্থানে থাকা কর্ণফূলী ইন্স্যুরেন্স কোম্পানির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ০৩ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৫২৮ বারে ১৫ লাখ ৪ হাজার ৮১৮ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৪ কোটি ৯৬ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে: রানার অটোমোবাইলসের ৮.৩৩ শতাংশ, সিকদার ইন্সুরেন্সের ৮.২৪ শতাংশ, ওয়াটা কেমিক্যালসের ৮.১১ শতাংশ, ওরিয়ন ইনফিউশনের ৭.৮০ শতাংশ, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের ৭.৪৯ শতাংশ, তিতার গ্যাসের ৬.৫১ শতাংশ এবং এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৬.৩৮ শতাংশ দর বেড়েছে।