দেশ প্রতিক্ষণ, ঢাকা: পুঁজিবাজারের তালিকাভুক্ত বিদ্যুৎ ও জ্বালানী খাতের কোম্পানি ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো) লিমিটেডের পরিচালনা পর্ষদের নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানিটিতে নতুন চেয়ারম্যান হিসেবে বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব এনডিসি ডঃ সৈয়দ মাসুম আহমেদ চৌধুরীকে নিয়োগ দেওয়া হয়েছে। ২৬ জুন থেকে তিনি দায়িত্ব পালন করছেন।