দেশ প্রতিক্ষণ, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি রেনাটার পরিচালনা পর্ষদ ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশনের (আইএফসি) কাছ থেকে ৬ কোটি ডলার ঋণ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূত্র জানা গেছে। কোম্পানিটি জানিয়েছে, এই ঋণ সুবিধা নিতে আইএফসি’র একটি সঙ্গে চুক্তি করতে যাচ্ছে। আন্তর্জাতিক ঋণদাতা প্রতিষ্ঠান আইএফসি থেকে এই ঋণের মেয়াদ হবে ৬ বছর মেয়াদি।