সপ্তাহজুড়ে ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষে ওয়ালটন ইন্ডাস্ট্রিজ
দেশ প্রতিক্ষণ, ঢাকা: সপ্তাহজুড়ে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, গত সপ্তাহে কোম্পানির দর বেড়েছে ৪৬ দশমিক ২০ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ৬৫২.৫০ টাকা। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ক্যাাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ডের ইউনিট দর বেড়েছে ৩৯ দশমিক ২০ শতাংশ।ফান্ডটির সমাপনী মূল্য ছিল ১৭.৪০ টাকা। তালিকায় তৃতীয় স্থানে লিন্ডে বিডির শেয়ার দর বেড়েছে ৩৫ দশমিক ৬৬ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ১২৮৬.৫০ টাকা।
তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে: পেপার প্রসেসিংয়ের ৩৩.৮২ শতাংশ, মনোস্পুল পেপারের ৩৩.৬৮ শতাংশ, ওয়াটা কেমিক্যালের ৩১.১৯ শতাংশ, হাইডেলবার্গ সিমেন্টের ৩০.৩৮ শতাংশ, ইউনিলিভার কনজ্যুমারের ২৭.০৩ শতাংশ, পিপুলস ইন্স্যুরেন্সের ২৪.২১ শতাংশ এবং রেনাটা লিমিটেডের ২৩.৯৩ শতাংশ শেয়ার দর বেড়েছে।