দেশ প্রতিক্ষণ, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড ৩১ মার্চ, ২০২৪ সমাপ্ত তিন প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, চলতি অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে (জুলাই’২৩-মার্চ’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ২৬ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ০৭ পয়সা।

এর আগে কোম্পানিটির দুই প্রান্তিকে বা ৬ মাসে (জুলাই-ডিসেম্বর’২৩) ইপিএস জানিয়েছিল ২ টাকা ৪৩ পয়সা। আগের অর্থবছর একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ৭৯ পয়সা। সেই হিসাবে অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৪) কোম্পানিটি লোকসান করেছে।