দেশ প্রতিক্ষণ, ঢাকা: বছরের প্রথম কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজারে রোববার বাজেটে ক্যাপিটাল গেইন ট্যাক্স প্রত্যাহার না করার খবরে উভয় পুঁজিবাজারে নেতিবাচক প্রবণতা দেখা গিয়েছিল। তবে সব শঙ্কা কাটিয়ে সপ্তাহের তৃতীয় কার্যদিবসে সূচকের উর্ধ্বমুখী প্রবনতায় লেনদেন শেষ হয়েছে। তবে ডিএসইতে লেনদেন কমলেও সূচক বেড়েছে। এদিন লেনদেনের শুরুতে বিক্রয়ের চাপ থাকলেও দিনশেষে হঠাৎ ভালো মৌল ভিত্তি শেয়ার ক্রয়ের চাপে ঘুরে দাঁড়িয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

একাধিক বিনিয়োগকারীর সাথে আলাপকালে বলেন, মনে হচ্ছে সব শঙ্কা কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে পুঁজিবাজার। তবে টানা কয়েক কার্যদিবস সূচকের উত্থান না হলে বাজার স্বাভাবিক বলা যাবে না। তবে ভালো মৌল ভিত্তি শেয়ারের দর বাড়া বাজারের জন্য ভাল লক্ষণ বলে মনে করছেন তারা।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৩৪০ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১৭৭ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৯০৪ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ৩৯৪ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২১৩ টির, দর কমেছে ১২৫ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৫৬ টির। ডিএসইতে ৪৪০ কোটি ৬৩ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ২৭২ কোটি ৫ লাখ টাকা কম। এর আগের দিন লেনদেন হয়েছিল ৭১২ কোটি ৬৮ লাখ টাকার।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ৬৬ পয়েন্টে। সিএসইতে ২১৭ টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১০৪ টির দর বেড়েছে, কমেছে ৮২ টির এবং ৩১ টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ১৩ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।