দেশ প্রতিক্ষণ, ঢাকা: সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ব্লক মার্কেটে ৬৮টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির মোট ৭২ কোটি ৫৩ লাখ ৪৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে সাত কোম্পানির শেয়ার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো: মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, যমুনা অয়েল, আমান কটন, ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ড, লাভেলো আইসক্রিম এবং রূপালী লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড। আজ এই সাত কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ৪৯ কোটি ৯৬ লাখ টাকারও বেশি।

জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের। এদিন ব্যাংকটির ১৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ ন্যাশনাল ব্যাংকের ৯ কোটি ৩০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আর ৮ কোটি ৫৫ লাখ ৯৫ হাজার টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে যমুনা অয়েল। অন্য কোম্পানিগুলোর মধ্যে: আমান কটনের ৫ কোটি ৫৬ লাখ ৯৯ হাজার টাকা, ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ডের ৫ কোটি ৮ লাখ ৯৬ হাজার টাকা, লাভেলো আইসক্রিমের ৪ কোটি ১৫ লাখ ৭ হাজার টাকা এবং রূপালী লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের ৩ কোটি ২৯ লাখ ৭৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।