দেশ প্রতিক্ষণ, ঢাকা: সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে এলআর গ্লোবাল বাংলাদেশ মিউচুয়াল ফান্ড ওয়ান। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ফান্ডটির ইউনিট দর বৃদ্ধি পেয়েছে ১০ শতাংশ। ফান্ডটি ৮৪ বারে ৪ লাখ ৩৯ হাজার ৭৮৪ টি ইউনিট লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৯ লাখ টাকা। তালিকায় ২য় স্থানে থাকা খান ব্রাদার্সের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৯ শতাংশ। কোম্পানিটি ১০২ বারে ৭৫ হাজার ৪৩৪ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৯৬ লাখ টাকা।

তালিকার ৩য় স্থানে থাকা প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ইউনিট দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৮৪ শতাংশ। ফান্ডটি ৯৩৯ বারে ১৩ লাখ ৪০ হাজার ১৮৬ টি ইউনিট লেনদেন করেছে। যার বাজার মূল্য ৫ কোটি ৫৭ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ডরিন পাওয়ারের ৯.৮১ শতাংশ, আইসিবি এমসিএল থার্ড এনআরবি মিউচুয়াল ফান্ডের ৯.৮০ শতাংশ, বে লিজিংয়ের ৯.৩৭ শতাংশ, এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ডের ৯.২৫ শতাংশ, ফনিক্স ফাইন্যান্সের ৯.০৯ শতাংশ, এস. আলম কোল্ড রোল্ড স্টিলসের ৯.০৯ শতাংশ এবং আনলিমা ইয়ার্ন ডাইংয়ের ৮.৯১ শতাংশ দর বেড়েছে।