দেশ প্রতিক্ষণ, ঢাকা: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৫ শতাংশ। কোম্পানিটি ৮১৮ বারে ৪ লাখ ৪৫ হাজার ৯৪৫ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৬ কোটি ২৫ লাখ টাকা।

তালিকায় ২য় স্থানে থাকা গোল্ডেন সনের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯০ শতাংশ। কোম্পানিটি ৩ হাজার ২৫৬ বারে ৬৪ লাখ ৫২ হাজার ১৬০ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১২ কোটি ৬৮ লাখ টাকা। তালিকার ৩য় স্থানে থাকা গ্লোবাল হেভির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৮৯ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ২৪৪ বারে ৯ লাখ ৯৭ হাজার ৬৩২ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৪ কোটি ১ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে: মিরাকল ইন্ডাস্ট্রিজের ৯.৭৭ শতাংশ, একমি পেস্টিসাইডের ৯.৬৯ শতাংশ, রিপাবলিক ইন্স্যুরেন্সের ৯.৩৪ শতাংশ, ইস্টার্ন ইন্স্যুরেন্সের ৯.২৬ শতাংশ, ইউনিয়ন ইন্স্যুরেন্সের ৮.৭১ শতাংশ, কাট্টালী টেক্সটাইলের ৮.৬৩ শতাংশ এবং আফতাব অটোমোবাইলসের ৮.৫৪ শতাংশ দর বেড়েছে।