দেশ প্রতিক্ষণ, ঢাকা: সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসই সূচকের বড় দরপতন হয়েছে। এদিন লেনদেনের শুরুতে সূচকের উত্থান হলেও দিনশেষে শেয়ার বিক্রির চাপে অধিকাংশ কোম্পানির শেয়ারে ক্রেতা সংকট দেখা যায়।
তবে টানা ৬ কার্যদিবস সূচকের উত্থানের দর সংশোধন হয়েছেন পুঁজিবাজারে। আজ দেশের প্রধান পুঁজিবাজার ডিএসইর সূচক কমেছে ২৬ পয়েন্ট।
ডিএসই ও লঙ্কাবাংলা অ্যানালাইসিস পোর্টাল সূত্রে জানা যায়, ডিএসইর ২৬ পয়েন্ট সূচকের দরপতনের নেপথ্যে ৮ কোম্পানির শেয়ার। ৮ কোম্পানির শেয়ার বিক্রির চাপে সূচকের দরপতন হয়েছে। এই ৮ কোম্পানির শেয়ার দাম কমাতে সূচক কমেছে ১২ পয়েন্টের মতো।
কোম্পানিগুলো হলো: রেনেটা লিমিটেড, বেস্ট হোল্ডিংস, বৃটিশ অ্যামেরিকান ট্যোবাকো, খান ব্রাদার্স, সিটি ব্যাংক, কোহিনূর কেমিক্যাল, লিন্ডে বিডি ও রবি আজিয়াটা। কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি সূচক কমিয়েছে রেনেটা, বেস্ট হোল্ডিংস, বৃটিশ অ্যামেরিকান ট্যোবাকো ও খান ব্রাদার্স। কোম্পানিগুলোর শেয়ার সূচক কমিয়েছে দেড় পয়েন্ট থেকে ২ পয়েন্ট পর্যন্ত।
অন্য কোম্পানিগুলোর মধ্যে সিটি ব্যাংক, কোহিনূর কেমিক্যাল, লিন্ডে বিডি ও রবি আজিয়াটার শেয়ার সূচক কমিয়েছে ১ থেকে দেড় পয়েন্ট। কোম্পানিগুলো মধ্যে সবগুলো কোম্পানির শেয়ারে শেষ বেলা পর্যন্ত ক্রেতা ছিল। কেবল বেস্ট হোল্ডিংয়ের শেয়ার ক্রেতা সংকটের কবলে পড়ে যায়।