দেশ প্রতিক্ষণ, ঢাকা: সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূচকের বড় দরপতন হয়েছে। এদিন লেনদেনের শুরুতে শেয়ার বিক্রির চাপে সূচকের বড় দরপতন হয়েছে। মুলত ভালো মৌল ভিত্তি শেয়ারেরও ক্রেতা সংকট দেখা যায়। এদিন দিনশেষে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূচক কমেছে সাড়ে ৬৬ পয়েন্টের বেশি।

এদিন লেনদেন হওয়া ৩৯৭টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ৩৬টির, কমেছে ৩৪৩টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮টির। কিন্তু ৩৪৩ কোম্পানির শেয়ারের দর কমলেও ১২টি কোম্পানির দর পতনেই ডিএসইর সূচক খোয়া গেছে ২৩ পয়েন্টের বেশি। অর্থাৎ ১২ কোম্পানির দর পতনের চাপে টালমাটাল হড়ে পড়ে পুঁজিবাজার।

কোম্পানিগুলো হলো: বেক্সিমকো ফার্মা, বৃটিশ অ্যামেরিকান ট্যোবাকো-বিএটিবিসি, বিকন ফার্মা, অলিম্পিক ইন্ডাষ্ট্রিজ, ইস্টার্ন ব্যাংক, বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি), আইএফআইসি ব্যাংক, বেস্ট হোল্ডিং, রবি আজিয়াটা, সিটি ব্যাংক, রেনেটা ও লাফার্জহোলসিম।

কোম্পানিগুলো মধ্যে সবচেয়ে বেশি সূচক খেয়েছে বেক্সিমকো ফার্মা ৫.৩৩ পয়েন্ট, বিএটিবিসি ২.৬৪ পয়েন্ট ও বিকন ফার্মা ২.৪৪ পয়েন্ট। এই তিন কোম্পানিই ডিএসইর সূচক উধাও করে দিয়েছে সাড়ে ১০ পয়েন্ট।