দেশ প্রতিক্ষণ, ঢাকা: জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আলোচিত সাবেক সদস্য মতিউর রহমান ও তাঁর পরিবারের ১৯টি কোম্পানির শেয়ার অবরুদ্ধ বা ফ্রিজ করেছেন আদালত। এসব কোম্পানিতে তাদের তিন কোটি ৭৮ লাখ ৪৬ হাজার ৫১৭টি শেয়ার রয়েছে। এর আগেও শেয়ারবাজারে থাকা তাদের ২৩টি বিও অ্যাকাউন্ট অবরুদ্ধ করা হয়েছে।

আজ মঙ্গলবার (১৬ জুলাই) ঢাকার ৯ম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। এ ছাড়া স্থাবর সম্পদ হিসেবে টঙ্গী ও গাজীপুরে স্থাপনাসহ ১৩৭.২৮ শতাংশ জমি, বসুন্ধরা আবাসিক এলাকায় ৩টি কার পার্কিংসহ ৮০৭০ স্কয়ার ফুট কমার্শিয়াল স্পেস জব্দের আদেশ দিয়েছেন আদালত।

দুদকের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর জানিয়ে বলেন, দুদকের উপপরিচালক (টিম লিডার) আনোয়ার হোসেন এই ১৯টি কোম্পানির শেয়ার অবরুদ্ধ ও স্থাবর সম্পত্তি জব্দের আবেদন করেন।

আবেদনের উপর দুদকের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর শুনানি করেন। শুনানি শেষে আদালত এই আদেশ দেন। এর আগে দুই দফায় মতিউর পরিবারের ৮টি ফ্ল্যাট ও ৩৩ একক সম্পত্তি জব্দ করা হয়েছে। এ ছাড়া ১১৬টি ব্যাংক অ্যাকাউন্ট অবরুদ্ধ করা হয়েছে।