ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষে টেকনো ড্রাগস লিমিটেড
দেশ প্রতিক্ষণ, ঢাকা: সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে টেকনো ড্রাগস লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে। সূত্র অনুযায়ী, এদিন টেকনো ড্রাগসের শেয়ার দর আগের দিনের তুলনায় বেড়েছে ৩ টাকা ৫০ পয়সা বা ১০ শতাংশ। এতে দর বৃদ্ধির শীর্ষে ওঠেছে কোম্পানিটি।
লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা লিব্রা ইনফিউশনের শেয়ার দর আগের দিনের তুলনায় ৫৪ টাকা ৬০ পয়সা বা ৬ দশমিক ৭৩ শতাংশ বেড়েছে। আর ৮ টাকা ৯০ পয়সা বা ৫ দশমিক ১৬ শতাংশ বৃদ্ধি পেয়ে তৃতীয় স্থানে উঠে দাঁড়িয়েছে রংপুর ফাউন্ড্রি লিমিটেড।
দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো: সিলকো ফার্মাসিউটিক্যালস, প্রাইম ব্যাংক, এক্সপ্রেস ইন্স্যুরেন্স, তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স, আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচুয়াল ফান্ড, সাউথইস্ট ব্যাংক, বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড।