ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষে টেকনো ড্রাগস লিমিটেড
দেশ প্রতিক্ষণ, ঢাকা: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে টেকনো ড্রাগস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৮৯ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৪৭৯ বারে ৪ লাখ ৮০ হাজার ৫১৩ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২ কোটি ৪৫ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা লিব্রা ইনফিউশনসের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৪ দশমিক ৫১ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ৮৮৩ বারে ৭৯ হাজার ২৮৩ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৭ কোটি ২৬ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা ইউনাইটেড ফাইন্যান্সের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৪ দশমিক ৩৯ শতাংশ। কোম্পানিটি ৪৮২ বারে ৮ লাখ ২৪ হাজার ২১৯টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৯৮ লাখ টাকা। তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে: রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ৩.৫৫ শতাংশ, জেমিনি সী ফুডের ২.৪২ শতাংশ, সাইহাম টেক্সটাইলের ২.১১ শতাংশ, ফার্মা এইডসের ১.৮৩ শতাংশ, ন্যাশনাল ব্যাংকের ১.৫৮ শতাংশ, রেকিট বেনকিজারের ১.২৮ শতাংশ এবং ওয়ান ব্যাংক পিএলসির ১.২৬ শতাংশ দর বেড়েছে।