শহীদুল ইসলাম ও মনির হোসেন, শহীদুল ইসলাম, দেশ প্রতিক্ষণ, ঢাকা: সরকারি চাকরিতে কোট সংস্কার আন্দোলন ঘিরে তৈরি হওয়া পরিস্থিতিতে দেশের পুঁজিবাজারে বেশ অস্থিরতা দেখা দিয়েছে। অস্থিরতার মধ্যে পড়ে গত সপ্তাহজুড়ে পুঁজিবাজারে সূচকের বড় দরপতন হয়েছে। এতে সপ্তাহজুড়ে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) দাম কমার তালিকায় নাম লিখিয়েছে অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিট।
ফলে এক সপ্তাহে ব্যবধানে ডিএসইর বাজার মূলধন উধাও ৪ হাজার কোটি টাকার ওপরে। তবে সপ্তাহের শেষ কার্যদিবসে টানা দরপতন থেকে বেরিয়ে আসার আভাস দিচ্ছে। এদিন ডিএসইতে সূচক বেড়েছে ৫৩ পয়েন্ট। আর সপ্তাহজুড়ে বাজার মুলধন কমলেও বেড়েছে টাকার পরিমাণে লেনদেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আগের সপ্তাহের শেষ কার্যদিবস ডিএসইর বাজার মূলধন ছিল ৬ লাখ ৫৭ হাজার ৭৫০ কোটি ৬০ লাখ টাকা। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস বাজার মূলধন দাঁড়ায় ৬ লাখ ৫৩ হাজার ৩৬৮ কোটি ১০ লাখ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে বাজার মূলধন কমেছে ৪ হাজার ৩৮২ কোটি টাকা বা .৬৭ শতাংশ। সপ্তাহটিতে টাকার পরিমাণে লেনদেন ১৭৪ কোটি ১৬ লাখ টাকা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৩৯৪ কোটি ৬০ লাখ টাকায়। আগের সপ্তাহের শেষ কার্যদিবস ডিএসইতে লেনদেন হয়েছিল ২ হাজার ২২০ কোটি ৪৪ লাখ টাকা।
সপ্তাহটিতে ডিএসইর প্রধান সূচক ৭৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৩৩৩ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১৭ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৩১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ১৬৫ পয়েন্টে এবং ১ হাজার ৫২০ পয়েন্টে। সপ্তাহটিতে ডিএসইতে ৩৯৭টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৪৯ টির , দর কমেছে ৩২৭টির এবং ২১টির শেয়ার দর অপরিবর্তিত রয়েছে।