ব্যাংক খাতের দ্বিতীয় প্রান্তিকে মুনাফা বেড়েছে ২১, কমেছে ৮
দেশ প্রতিক্ষণ, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের ৩৬টি ব্যাংকের মধ্যে ৩১টি ব্যাংক দ্বিতীয় প্রান্তিকের মুনাফা প্রকাশ করেছে। এর মধ্যে ২১টি ব্যাংকের মুনাফা বাড়লেও কমেছে ৮টি ব্যাংকের মুনাফা। এছাড়া ২টি লোকসানে রয়েছে। ডিএসই ও কোম্পানি সূত্রে জানা গেছে।
খাত সংশ্লিষ্টরা বলছেন, সরকারি সিকিউরিটিজে সুদের হার বৃদ্ধি এবং ঋণ হারের উপর সুদের সীমা তুলে নেওয়ায় বেশিরভাগ ব্যাংক চলতি অর্থবছরের প্রথমার্ধে বা ৬ মাসে তাদের মুনাফা বৃদ্ধি পেয়েছে। তবে এর মধ্যে সব্বোর্চ মুনাফা বেড়েছে ব্র্যাক ব্যাংকের। প্রতিষ্ঠানটি সর্বোচ্চ ৫৯১ কোটি টাকা মুনাফা করেছে। অন্যদিকে সবচেয়ে কম মুনাফা করেছে এবি ব্যাংক।
আর প্রবৃদ্ধির দিক থেকে স্ট্যান্ডার্ড ব্যাংকের সর্বোচ্চ প্রবৃদ্ধি হয়েছে। ব্যাংকটির প্রবৃদ্ধি হয়েছে ১৫০ শতাংশ। তারপরে রয়েছে ওয়ান ব্যাংক ১৩৮ শতাংশ, ব্র্যাক ব্যাংক ৭৭ শতাংশ এবং উত্তরা ব্যাংক ৬২ শতাংশ। এর পরই রয়েছে মিডল্যান্ড ব্যাংক। ব্যাংকটি গত বছরের তুলনায় চার গুন বেশি মুনাফা বেড়েছে।
এবি ব্যাংক পিএলসি : এবি ব্যাংক পিএলসি ৩০ জুন ২০২৪ সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন’২৪) ব্যাংকটির শেয়ার প্রতি সমন্বিত আয় (কনস্যুলেটেড ইপিএস) হয়েছে ০৪ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ৩১ পয়সা। অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে বা ৬ মাসে (জানুয়ারি-জুন,২৪) ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছে ১৬ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ৪২ পয়সা। আলোচ্য সময়ে ব্যাংকটির শেয়ার প্রতি সমন্বিত নিট সম্পদ মূল্য হয়েছে ২৯ টাকা ৪৬ পয়সা।
আল আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি: আল আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন’২৪) ব্যাংকটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৮০ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস হয়েছিল ৫৮ পয়সা। তাতে আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ব্যাংকটির আয় বেড়েছে ৩৮ শতাংশ। অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে বা ৬ মাসে (জানুয়ারি-জুন’২৪) ব্যাংকটির ইপিএস হয়েছে ১ টাকা ০৩ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস হয়েছিল ৭৭ পয়সা। আলোচ্য সময়ে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ২২ টাকা ১৫ পয়সায়।
ব্যাংক এশিয়া পিএলসি : ব্যাংক এশিয়া পিএলসি চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ ব্যাংকটির শেয়ার প্রতি আয় (ঈড়হংড়ষরফধঃবফ ঊচঝ) হয়েছে ১ টাকা ৯৮ পয়সা। আগের বছর একই সময়ে সমন্বিতভাবে ১ টাকা ৮১ পয়সা আয় হয়েছিল। হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি’২৪-জুন’২৪) ব্যাংকটির ইপিএস হয়েছে ২ টাকা ৬৫ পয়সা। গত বছরের একই সময়ে ২ টাকা ৮৮ পয়সা আয় হয়েছিল।
ডাচ বাংলা ব্যাংক পিএলসি (ডিবিবিএল): চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে ব্যাংকটির শেয়ার প্রতি আয় (ঊচঝ) হয়েছে ৮৬ পয়সা। আগের বছর একই সময়ে সমন্বিতভাবে ১ টাকা ৩১ পয়সা আয় হয়েছিল। হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি’২৪-জুন’২৪) ব্যাংকটির ইপিএস হয়েছে ২ টাকা ৩২ পয়সা। গত বছরের একই সময়ে ২ টাকা ৭৩ আয় হয়েছিল (রিস্টেটেড)। গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমন্বিতভাবে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৫৫ টাকা ৫৬ পয়সা।
ব্র্যাক ব্যাংক পিএলসি: ব্র্যাক ব্যাংক পিএলসি চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে ব্যাংকটির শেয়ার প্রতি আয় (ঊচঝ) হয়েছে ১ টাকা ৪১ পয়সা। আগের বছর একই সময়ে সমন্বিতভাবে ৯৪ পয়সা আয় হয়েছিল। হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি’২৪-জুন’২৪) ব্যাংকটির ইপিএস হয়েছে ২ টাকা ৯৫ পয়সা। গত বছরের একই সময়ে ১ টাকা ৭৫ আয় হয়েছিল (রিস্টেটেড)। গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমন্বিতভাবে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩৯ টাকা ৯৫ পয়সা
এক্সিম ব্যাংক পিএলসি: এক্সিম ব্যাংক পিএলসি চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৯০ পয়সা। গত বছর একই সময়ে ১ টাকা ০৭ পয়সা আয় হয়েছিল। হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি’২৪-জুন,২৪) কোম্পানির ইপিএস হয়েছে ১ টাকা ১৪ পয়সা। গত বছরের একই সময়ে তা ছিল ১ টাকা ২১পয়সা। গত ৩০ জুন, ২০২৪ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) ছিল ২৪ টাকা ১৪ পয়সা।
আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেড: আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেড দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ২২ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি ২৩ পয়সা লোকসান হয়েছিল। অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে বা ৬ মাসে (জানুয়ারি-জুন’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৪২ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে কোম্পানির লোকসান ছিল ৩৯ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে মাইনাস ১৯ টাকা ৭৮ পয়সা।
যমুনা ব্যাংক পিএলসি: যমুনা ব্যাংক পিএলসি দ্বিতীয় প্রান্তিকে সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ ব্যাংকটির শেয়ার প্রতি আয় (ঈড়হংড়ষরফধঃবফ ঊচঝ) হয়েছে ১ টাকা ৭৬ পয়সা। আগের বছর একই সময়ে সমন্বিতভাবে ১ টাকা ৫১ পয়সা আয় হয়েছিল। হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি’২৪-জুন’২৪) ব্যাংকটির ইপিএস হয়েছে ৩ টাকা ৭৯ টাকা পয়সা। গত বছরের একই সময়ে ৩ টাকা ১৬ আয় হয়েছিল। গত ৩০ জুন, ২০২৪ তারিখে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৭ টাকা ৭ পয়সা।
ডাচ বাংলা ব্যাংক পিএলসি: ডাচ বাংলা ব্যাংক পিএলসি চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে ব্যাংকটির শেয়ার প্রতি আয় (ঊচঝ) হয়েছে ৮৬ পয়সা। আগের বছর একই সময়ে সমন্বিতভাবে ১ টাকা ৩১ পয়সা আয় হয়েছিল। হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি’২৪-জুন’২৪) ব্যাংকটির ইপিএস হয়েছে ২ টাকা ৩২ পয়সা। গত বছরের একই সময়ে ২ টাকা ৭৩ আয় হয়েছিল (রিস্টেটেড)। গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমন্বিতভাবে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৫৫ টাকা ৫৬ পয়সা।
ব্র্যাক ব্যাংক পিএলসি: ব্র্যাক ব্যাংক পিএলসি চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে ব্যাংকটির শেয়ার প্রতি আয় (ঊচঝ) হয়েছে ১ টাকা ৪১ পয়সা। আগের বছর একই সময়ে সমন্বিতভাবে ৯৪ পয়সা আয় হয়েছিল। হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি’২৪-জুন’২৪) ব্যাংকটির ইপিএস হয়েছে ২ টাকা ৯৫ পয়সা। গত বছরের একই সময়ে ১ টাকা ৭৫ আয় হয়েছিল (রিস্টেটেড)। গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমন্বিতভাবে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩৯ টাকা ৯৫ পয়সা।
এক্সিম ব্যাংক পিএলসি: এক্সিম ব্যাংক পিএলসি চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৯০ পয়সা। গত বছর একই সময়ে ১ টাকা ০৭ পয়সা আয় হয়েছিল। হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি’২৪-জুন,২৪) কোম্পানির ইপিএস হয়েছে ১ টাকা ১৪ পয়সা। গত বছরের একই সময়ে তা ছিল ১ টাকা ২১পয়সা। গত ৩০ জুন, ২০২৪ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) ছিল ২৪ টাকা ১৪ পয়সা।
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি: ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন’২৪) ব্যাংকটির শেয়ার প্রতি সমন্বিত আয় (কনস্যুলেটেড ইপিএস) হয়েছে ৪৬ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ৭১ পয়সা। অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে বা ৬ মাসে (জানুয়ারি-জুন,২৪) ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছে ৭৮ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ০৪ পয়সা। আলোচ্য সময়ে ব্যাংকটির শেয়ার প্রতি সমন্বিত নিট সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ২২ টাকা ৫১ পয়সা।
আইএফআইসি ব্যাংক পিএলসি: আইএফআইসি ব্যাংক পিএলসি দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন’২৪) ব্যাংকটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১২ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস হয়েছিল ২৪ পয়সা। অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে বা ৬ মাসে (জানুয়ারি-জুন’২৪) ব্যাংকটির ইপিএস হয়েছে ৩৩ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস হয়েছিল ৫৬ পয়সা। আলোচ্য সময়ে সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৯ টাকা ১৫ পয়সা।
গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি: গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল,২৪-জুন’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ঊচঝ) হয়েছে ১৬ পয়সা। গত বছর একই সময়ে ১২ পয়সা আয় হয়েছিল। হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি’২৪-জুন,২৪) কোম্পানির ইপিএস হয়েছে ৯৭ পয়সা। গত বছরের একই সময়ে তা ছিল ৭০ পয়সা। গত ৩০ জুন, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৪ টাকা ৪০ পয়সা।
মিডল্যান্ড ব্যাংক পিএলসি: মিডল্যান্ড ব্যাংক পিএলসি চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে ব্যাংকটির শেয়ার প্রতি আয় (ঊচঝ) হয়েছে ৩৩ পয়সা। আগের বছর একই সময়ে ৮ পয়সা আয় হয়েছিল। হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি’২৪-জুন’২৪) ব্যাংকটির ইপিএস হয়েছে ৪৬ পয়সা। গত বছরের একই সময়ে ৩৭ পয়সা আয় হয়েছিল। গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমন্বিতভাবে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৪ টাকা ২৯ পয়সা।
মার্কেন্টাইল ব্যাংক পিএলসি: মার্কেন্টাইল ব্যাংক পিএলসি চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল’২৪-জুন’২৪) ব্যাংকটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ঈড়হংড়ষরফধঃবফ ঊচঝ) হয়েছে ১ টাকা ২৫ পয়সা। গত বছর একই সময়ে ৭২পয়সা আয় হয়েছিল। হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি’২৪-জুন,২৪) ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছে ১ টাকা ৯৮ পয়সা। গত বছরের একই সময়ে তা ছিল ১ টাকা ৩৩ পয়সা। গত ৩০ জুন, ২০২৪ তারিখে ব্যাংকটির শেয়ার প্রতি সমন্বিত নিট সম্পদ মূল্য ছিল ২৪ টাকা ৪৬ পয়সা।
যমুনা ব্যাংক পিএলসি: যমুনা ব্যাংক পিএলসি চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ ব্যাংকটির শেয়ার প্রতি আয় (ঈড়হংড়ষরফধঃবফ ঊচঝ) হয়েছে ১ টাকা ৭৬ পয়সা। আগের বছর একই সময়ে সমন্বিতভাবে ১ টাকা ৫১ পয়সা আয় হয়েছিল। হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি’২৪-জুন’২৪) ব্যাংকটির ইপিএস হয়েছে ৩ টাকা ৭৯ টাকা পয়সা। গত বছরের একই সময়ে ৩ টাকা ১৬ আয় হয়েছিল। গত ৩০ জুন, ২০২৪ তারিখে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৭ টাকা ৭ পয়সা।
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ ব্যাংকটির শেয়ার প্রতি আয় (ঈড়হংড়ষরফধঃবফ ঊচঝ) হয়েছে ১ টাকা ৯১ পয়সা। আগের বছর একই সময়ে সমন্বিতভাবে টাকা ১ পয়সা ৭৮ আয় হয়েছিল। হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি’২৪-জুন’২৪) ব্যাংকটির ইপিএস হয়েছে ২ টাকা ২২ পয়সা। গত বছরের একই সময়ে ২ টাকা ১৩ পয়সা আয় হয়েছিল। গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমন্বিতভাবে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৪৬ টাকা ৬ পয়সা।
ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক (এনসিসি ব্যাংক): দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন’২৪) সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ ব্যাংকটির শেয়ার প্রতি আয় (কনস্যুলেটেড ইপিএস) হয়েছে ৫২ পয়সা। আগের অর্থবছর একই সময়ে সমন্বিতভাবে ইপিএস হয়েছিল ৭৬ পয়সা। অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে বা ৬ মাসে (জানুয়ারি-জুন’২৪) ব্যাংকটির ইপিএস হয়েছে ৬৭ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস হয়েছিল ১ টাকা ৪২ পয়সা। আলোচ্য সময়ে ব্যাংকটির সমন্বিতভাবে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ২২ টাকা ৩২ পয়সা।
ন্যাশনাল ব্যাংক লিমিটেড: দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন’২৪) কোম্পাটির শেয়ার প্রতি আয় লোকসান হয়েছে ৯৩ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে লোকসান ছিল ৯৮ পয়সা। অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে বা ৬ মাসে (জানুয়ারি-জুন’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৩ টাকা ৩১ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ১ টাকা ৯৫ পয়সা। ৩০ জুন,২০২৪ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ৩ টাকা ৯৯ পয়সা।
এনআরবি কমার্শিয়াল ব্যাংক পিএলসি: এনআরবি কমার্শিয়াল ব্যাংক পিএলসি চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে ব্যাংকটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২৯ পয়সা। আগের বছর একই সময়ে ৪৬ পয়সা লোকসান হয়েছিল। হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি’২৪-জুন’২৪) ব্যাংকিটর ইপিএস হয়েছে ৭৩ পয়সা। গত বছরের একই সময়ে ৫১ পয়সা আয় হয়েছিল। গত ৩০ জুন, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৭ টাকা ২১ পয়সা।
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি: মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল,২৪-জুন,২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৮ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৪০ পয়সা। অপরদিকে, ৬ মাসে (জানুয়ারি ,২৪-জুন,২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ১৬ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ১ টাকা ১০ পয়সা। ৩০ জুন, ২০২৪ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ২৫ টাকা ২৫ পয়সা।
সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি (এসআইবিএল): সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি (এসআইবিএল) দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন’২৪) সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ ব্যাংকটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৪ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে সমন্বিতভাবে ইপিএস ছিল ৩২ পয়সা। অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে বা ৬ মাসে (জানুয়ারি-জুন’২৪) ব্যাংকটির ইপিএস হয়েছে ৫৩ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ৪৬ ইপিএস হয়েছিল (রিস্টেটেড)। আলোচ্য সময়ে সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ২১ টাকা ২২ পয়সা।
সাউথইস্ট ব্যাংক পিএলসি: সাউথইস্ট ব্যাংক পিএলসি দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন’২৪) ব্যাংকটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২৩ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস হয়েছিল ৩০ পয়সা রিস্টেটেড)। অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে বা ৬ মাসে (জানুয়ারি-জুন’২৪) ব্যাংকটির ইপিএস হয়েছে ৯৫ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ১ টাকা ৪৪ ইপিএস হয়েছিল (রিস্টেটেড)। আলোচ্য সময়ে সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ২৫ টাকা ৭৩ পয়সা।
এসবিএসি ব্যাংক পিএলসি: এসবিএসি ব্যাংক পিএলসি দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন’২৪) কোম্পাটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২২ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস হয়েছিল ২৩ পয়সা। অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে বা ৬ মাসে (জানুয়ারি-জুন’২৪) কোম্পানিটির ইপিএস হয়েছে ৪৬ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস হয়েছিল ৪১ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৩ টাকা ৮০ পয়সা।
রূপালী ব্যাংক পিএলসি: রূপালী ব্যাংক পিএলসি দ্বিতীয় প্রান্তিকে সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ ব্যাংকটির শেয়ার প্রতি আয় (কনস্যুলেটেড ইপিএস) হয়েছে ৪৫ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে সমন্বিত ইপিএস হয়েছিল ৪২ পয়সা। অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে বা ৬ মাসে (জানুয়ারি-জুন’২৪) ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছে ৯৪ পয়সা। আগের অর্থবছরের একই ইপিএস ছিল ৭৯ পয়সা। আলোচ্য সময়ে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৩৭ টাকা ৫০ পয়সা ।
পূবালী ব্যাংক পিএলসি: পূবালী ব্যাংক পিএলসি চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ ব্যাংকটির শেয়ার প্রতি আয় (ঈড়হংড়ষরফধঃবফ ঊচঝ) হয়েছে ১ টাকা ৯৯ পয়সা। আগের বছর একই সময়ে সমন্বিতভাবে ১ টাকা ৩৮ পয়সা আয় হয়েছিল। হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি’২৪-জুন’২৪) ব্যাংকটির ইপিএস হয়েছে ৩ টাকা ৭৩ পয়সা। গত বছরের একই সময়ে ২ টাকা ৪১ আয় হয়েছিল (রিস্টেটেড)। গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমন্বিতভাবে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৪৪ টাকা ২৯ পয়সা।
প্রিমিয়ার ব্যাংক পিএলসি: প্রিমিয়ার ব্যাংক পিএলসি চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ ব্যাংকটির শেয়ার প্রতি আয় (ঈড়হংড়ষরফধঃবফ ঊচঝ) হয়েছে ৯৪ পয়সা। আগের বছর একই সময়ে সমন্বিতভাবে ৯২ পয়সা আয় হয়েছিল। হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি’২৪-জুন’২৪) ব্যাংকটির ইপিএস হয়েছে ১ টাকা ৫৮ পয়সা। গত বছরের একই সময়ে ১ টাকা ৫৩ পয়সা আয় হয়েছিল। গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমন্বিতভাবে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২২ টাকা ৩২ পয়সা।
ইউনিয়ন ব্যাংক পিএলসি: ইউনিয়ন ব্যাংক পিএলসি চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে ব্যাংকটির শেয়ার প্রতি আয় (ঊচঝ) হয়েছে ৫৫ পয়সা। আগের বছর একই সময়ে ৪৮ পয়সা আয় হয়েছিল। হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি’২৪-জুন’২৪) ব্যাংকটির ইপিএস হয়েছে ৯২ পয়সা। গত বছরের একই সময়ে ৮৪ পয়সা আয় হয়েছিল। গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমন্বিতভাবে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৬ টাকা ১৬ পয়সা।
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি: ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি দ্বিতীয় প্রান্তিকে ব্যাংকটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪৩ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ৩৩ পয়সা। অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে বা ৬ মাসে (জানুয়ারি-জুন’২৪) ব্যাংকটির ইপিএস হয়েছে ৮৬ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ৬৫ পয়সা। আলোচ্য সময়ে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৮ টাকা ৬৯ পয়সায়।
ট্রাস্ট ব্যাংকের লিমিটেড: ট্রাস্ট ব্যাংকের লিমিটেড দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন’২৪) কোম্পাটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ২৭ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস হয়েছিল ১ টাকা ৩২ পয়সা। অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে বা ৬ মাসে (জানুয়ারি-জুন’২৪) কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৬৫ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস হয়েছিল ১ টাকা ৬১ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ২৮ টাকা ৬১ পয়সা।
স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি: স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি দ্বিতীয় প্রান্তিকে ব্যাংকটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৭ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৬ পয়সা। অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে বা ৬ মাসে (জানুয়ারি-জুন’২৪) ব্যাংকটির ইপিএস হয়েছে ৩২ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ১৩ পয়সা। ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিক শেষে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৭ টাকায়।