দেশ প্রতিক্ষণ, ঢাকা: সপ্তাহজুড়ে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানির দর কমেছে ১৯ দশমিক ৬০ শতাংশ।
শেয়ারটির সমাপনী মূল্য ছিল ২০.১০ টাকা। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ন্যাশনাল টি কোম্পানির শেয়ার দর কমেছে ১৪ দশমিক ৫৭ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ২৯৮.৪০ টাকা। তালিকায় তৃতীয় স্থানে থাকা ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার দর কমেছে ১২ দশমিক ৯০ শতাংশ।
শেয়ারটির সমাপনী মূল্য ছিল ২৯.৭০ টাকা। তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে: আমান ফিডের ১১.৭৮ শতাংশ, জাহিনটেক্স ইন্ডাস্ট্রিজের ১১.৬৭ শতাংশ, সী পার্ল রিসোর্টের ১১.৬৫ শতাংশ, আলহাজ টেক্সটাইলের ১১.১৭ শতাংশ, মিথুন নিটিংয়ের ১১.০৭ শতাংশ, সিএপিএম বিডবিএল মিউচুয়াল ফান্ডের ১০.৯৬ শতাংশ এবং ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ১০.৮৭ শতাংশ শেয়ার দর কমেছে।