ডিএসই’র সূচকের বড় উত্থানেও ক্রেতা সংকট ৬০ কোম্পানি
দেশ প্রতিক্ষণ, ঢাকা: শেখ হাসিনা সরকারের পতনে সপ্তাহের প্রথম কার্যদিবস গতকাল মঙ্গলবার দেশের প্রধান ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূচকের বড় উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূচক বেড়েছে ১৯৭ পয়েন্টের বেশি। যা গত তিন বছরের মধ্যে সর্বোচ্চ উত্থান। কিন্তু এতো বড় উত্থানের দিনে আজ ৩২৮ কোম্পানির শেয়ার দরে ছিল ইতিবাচক প্রবণতা।
এরমধ্যে অন্তত ৬ ডজন কোম্পানির দিনের সর্বোচ্চ দম ১০ শতাংশ বেড়ে বিক্রেতা শুন্য ছিল। তবে ৬০ কোম্পানির শেয়ারে ক্রেতা সংকট দেখা যায়। কোম্পানিগুলোর শেয়ার আজও নেতিবাচক প্রবণতায় ছিল। এর মধ্যে বীমা খাতের কোম্পানিগুলো ছিল বেশি। এর পরের অবস্থানে ছিল ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, কোম্পানিগুলোর মালিকানায় বা পরিচালনায় রয়েছেন আওয়ামী লীগের নেতারা। যে কারণে স্বরণকালের উত্থানের দিনেও কোম্পানিগুলোর শেয়ার দর বাড়েনি, বরং কমেছে। এরমধ্যে অনেকগুলো ছিল ক্রেতাহীন।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, কোম্পানিগুলোর মধ্যে কিছু কিছু কোম্পানির শেয়ার দর কমেছে, যেগুলোর মালিকানায় বা পরিচালনায় আওয়ামী লীগের কেউ নেই। কেবল গুজবের কারণে ওই কোম্পানিগুলোর শেয়ার দর কমেছে। আগামীকাল থেকেই কোম্পানিগুলোর শেয়ার দর ঘুরে যেতে পারে বলে তাদের বিশ্বাস।