দেশ প্রতিক্ষণ, ঢাকা: মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের বিষয়টি এখন সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে কার্যকর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ। মঙ্গলবার (১৩ আগস্ট) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে পরিকরল্পনা মন্ত্রণালয়ে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। মতবিনিময় সভায় পরিকল্পনা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সত্যজিত কর্মকারের সভাপতিত্বে বিভিন্ন সচিব ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অর্থ উপদেষ্টা বলেন, ‘মূল্যস্ফীতি নিয়ে আমাদের মাথাব্যাথা আছে। সম্প্রতি ঘটে যাওয়া ঘটনায় সাপ্লাই চেইন ভেঙে যায়। ছয় টাকার বেগুন ঢাকায় ৮০ টাকায় কিনতে হয়। বাজার মনিটরিং নিয়ে কাজ করব। ছাত্রদের আন্দোলনে বাজার মনিটরিং শুরু হয়েছে। আশা করি বাজারে স্থিতিশীলতা ফিরবে। আগামীতে মূল্যস্ফীতি কমে আসবে।’ শপথ নেওয়ার পর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা প্রথমবারের মতো পরিকল্পনা কমিশন সদস্য ও পরিকল্পনা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।

অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা বলেন, সাম্প্রতিক ঘটনায় অর্থনীতি মন্থর হয়ে গেছে। সামনে এগিয়ে যেতে হবে। এই মুহূর্তে মূল কাজ হচ্ছে অর্থনীতি সচল করা। এজন্য আর্থিক খাতকে সংস্কার করা হবে। এটা আমার অগ্রাধিকার পরিকল্পনা।

তিনি বলেন, ‘বাংলাদেশের অর্থ অপচয় বন্ধ করতে হবে। ক্লাইমেট চেঞ্জের নামে অর্থের অপচয় হয়েছে। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। বন্দর ও সড়কে বেশি বরাদ্দ দেওয়া হয়েছে। এখন স্বাস্থ্য, শিক্ষা ও নিরাপত্তা খাতে বরাদ্দ বাড়াতে হবে।’ তিনি আরও বলেন, ব্যবসা-বাণিজ্য ও জীবন-জীবিকার প্রকল্প চালু রাখা হবে। বড় বা মেগা প্রকল্পের অর্থ ছাড়ের বিষয়ে আমি কথা বলব। আমি দেখে এ বিষয়ে সিদ্ধান্ত নেব।

বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন প্রসঙ্গে ড. সালেহউদ্দিন বলেন, ‘এটা নিয়ে চিন্তা করার কারণ আছে। অনেক পিডি চার প্রকল্পের দায়িত্বে। চারটা প্রকল্পের দায়িত্ব মানে চারটি গাড়ি। এটা চলবে না। আমি অ্যাসেস করে দেব। অনেকে কম টাকা ব্যয় করতে পারে না। প্রকল্পে সমন্বয়হীনতা আছে। এটা দূর করতে হবে। প্রকল্পের কোয়ালিটি নিশ্চিত করতে হবে।’

সংস্কারের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘রিফর্ম একটা বড় ব্যাপার। সব ক্ষেত্রে এটা সম্ভব না। একটি গাড়িকে পুরো পরিবর্তন করা যায় না। মেরামত করা হবে। তবে জরুরি রিফর্মগুলো আমরা করব। অর্থনীতি মন্থর ছিল। এটা পিকআপ করা শুরু করেছে। অর্থনীতিকে সচল করাই আমার মূল লক্ষ্য। অর্থনীতি সচল করতে আমার একটা প্ল্যান আছে, তবে এটার ব্যাপারে আমি এখনই কিছু বলব না।’