ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষে ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেড
দেশ প্রতিক্ষণ, ঢাকা: সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৩ শতাংশ। কোম্পানিটি ৬৭৩ বারে ১৪ লাখ ৩৭ হাজার ৭৫০ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২ কোটি ১৭ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা ইসলামীক ফাইন্যান্সের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৫৯ শতাংশ। কোম্পানিটি ৪৪৩ বারে ১২ লাখ ৭২ হাজার ৯১৯ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২ কোটি ৩ লাখ টাকা। তালিকার ৩য় স্থানে থাকা ফনিক্স ফাইন্যান্সের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৪১ শতাংশ। কোম্পানিটি ৫১৮ বারে ১৮ লাখ ৫৯ হাজার ৩৮৩ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ কোটি ৬৮ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে: মাইডাস ফাইন্যান্সিংয়ের ৯.৪০ শতাংশ, আইপিডিসি ফাইন্যান্সের ৯.৩৮ শতাংশ, ব্র্যাক ব্যাংকের ৯.২৩ শতাংশ, বে লিজিংয়ের ৯.২৩ শতাংশ, জিএসপি ফাইন্যান্সের ৯.০৯ শতাংশ, হাইডেলবার্গ ম্যাটেরিয়ালসের ৮.৭৪ শতাংশ এবং বাংলাদেশ ফাইন্যান্স লিমিটেডের ৮.৬৯ শতাংশ দর বেড়েছে।