দেশ প্রতিক্ষণ, ঢাকা: সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৮৫শতাংশ। কোম্পানিটি ৩ হাজার ৭২ বারে ৪৯ লাখ ৯৬ হাজার ৩৫৩ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২২ কোটি ১৬ লাখ টাকা।

তালিকায় ২য় স্থানে থাকা ফনিক্স ফাইন্যান্সের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৬৮ শতাংশ। কোম্পানিটি ২৫০ বারে ১৪ লাখ ৬৯ হাজার ৭২ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ কোটি ৪৯ লাখ টাকা। তালিকার ৩য় স্থানে থাকা অলিম্পিক ইন্ডাস্ট্রিজের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৮ দশমিক ৯৯ শতাংশ। কোম্পানিটি ৩ হাজার ২৫৯ বারে ১০ লাখ ৭৩ হাজার ১৮৪ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৭ কোটি ৪০ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে: জেএমআই সিরিঞ্জের ৮.৫৫ শতাংশ, কাসেম ইন্ডাস্ট্রিজের ৮.৩৫ শতাংশ, সিঙ্গার বাংলাদেশের ৬.৩৯ শতাংশ, সায়হাম কটনের ৫.৬১ শতাংশ, স্কয়ার টেক্সটাইলসের ৫.৫৭ শতাংশ, হাইডেলবার্গ ম্যাটেরিয়ালসের ৫.০৮ শতাংশ এবং ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের ৪.৯৯ শতাংশ দর বেড়েছে।