দেশ প্রতিক্ষণ, ঢাকা: সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৩ দশমিক ৬৬ শতাংশ। কোম্পানিটি ৫১১ বারে ১ লাখ ১১ হাজার ৩৮৫ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২ কোটি ৩৯ লাখ টাকা।

তালিকায় ২য় স্থানে থাকা আলিফ ম্যানুফ্যাকচারিংয়ের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৩ শতাংশ। কোম্পানিটি ৩২৬ বারে ৭ লাখ ৮ হাজার ২৮ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৬৯ লাখ টাকা। তালিকার ৩য় স্থানে থাকা লিগ্যাসি ফুটওয়্যারের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৩ শতাংশ। কোম্পানিটি ২৭৬ বারে ৮২ হাজার ৮০৩ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৪৮ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে: ইউনিলিভারের ৩ শতাংশ, রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ২.৯৯ শতাংশ, বসুন্ধরা পেপার মিলসের ২.৯৯ শতাংশ, গ্রামীণফোনের ২.৯৯ শতাংশ, জেএমআই হসপিটালের ২.৯৯ শতাংশ, ন্যাশনাল টিউবসের ২.৯৯ শতাংশ, আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের ২.৯৯ শতাংশ দর কমেছে।