দেশ প্রতিক্ষণ, ঢাকা: সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৬ শতাংশ। কোম্পানিটি ৭৭৮ বারে ১ লাখ ৯২ হাজার ৭৪২ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২ কোটি ৩৪ লাখ টাকা। তালিকায় ২য় স্থানে থাকা খান ব্রাদার্সের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৫ শতাংশ। কোম্পানিটি ২৬২ বারে ১ লাখ ৩৩ হাজার ১২৯ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ কোটি ৪ লাখ টাকা।

তালিকার ৩য় স্থানে থাকা এমজেএলের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৫১ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ৯২২ বারে ১৪ লাখ ৮৩ হাজার ৯৫৭ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৩ কোটি ৯৮ লাখ টাকা। তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে : রিলায়েন্স ওয়ান দ্য ফার্স্ট স্কিম অব রিলায়েন্স ইন্স্যুরেন্স মিউচুয়াল ফান্ডের ৮.২৩ শতাংশ, প্যাসিফিক ডেনিমসের ৭.৭৬ শতাংশ, প্যারামাউন্ট টেক্সটাইলের ৬.৮৮ শতাংশ, ডেল্টা লাইফ ইন্সুরেন্সের ৬.৪৬ শতাংশ, ইভিন্স টেক্সটাইলের ৫.৪২ শতাংশ, ফারইস্ট নিটিংয়ের ৬.০৭ শতাংশ এবং মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্স পিএলসির ৬.০২ শতাংশ দর বেড়েছে।