দেশ প্রতিক্ষণ, ঢাকা: সাভারে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শিক্ষার্থী আব্দুল কাইয়ুম, মিঠু ওরফে মারুফসহ তিনজন নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১ হাজার ৩৯ জনের নামে পৃথক ৩টি হত্যা মামলা দায়ের হয়েছে। সোমবার রাতে সাভার মডেল থানায় মামলা করেন নিহত শিক্ষার্থীর মা কুলছুম। এ মামলায় ৬৯ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ১৫০ জনকে আসামি করা হয়েছে। অন্য নিহত শিক্ষার্থীর পিতা শাহাজান ইসলাম একটি মামলা করেন। তার মামলায় ১৩১ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ৪০০ জনকে আসামি করা হয়।

এছাড়া মঙ্গলবার সকালে সাভার মডেল থানায় আরও একটি মামলা করেন নিহত শিক্ষার্থীর পিতা ওয়াজেদ আলী। এ মামলায় ১১৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১৫০ জনকে আসামি করা হয়েছে। এসব মামলায় শেখ হাসিনাসহ সাবেক সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত, সাবেক সাংসদ তালুকদার মো. তৌহিদ জং মুরাদসহ ১ হাজার ৩৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত দেড় হাজার জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।