দেশ প্রতিক্ষণ, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের শেয়ারদর অস্বাভাবিকভাবে পতনের কারণ জানে না বলে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানিয়েছে কোম্পানিটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, কোম্পানিটির শেয়ারদর অস্বাভাবিকভাবে কমার কারণ জানতে চেয়ে নোটিশ পাঠিয়েছে ডিএসই।
এর জবাবে কোম্পানির পক্ষ থেকে ২৭ আগস্ট জানানো হয় যে, কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারদর কমছে। উল্লেখ্য, গত ১ আগস্ট কোম্পানিটির শেয়ারদর ছিল ১০৮ টাকা ৪০ পয়সা। আর গত ২২ আগস্ট শেয়ারদর কমে দাঁড়িয়েছে ৭৩ টাকা ৬০ পয়সা। অর্থাৎ ১৪ কার্যদিবসে কোম্পানিটির শেয়ারদর কমেছে ৩৪ টাকা ৮০ পয়সা। এই দর কমাকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কতৃপক্ষ।