দেশ প্রতিক্ষণ, ঢাকা: সপ্তাহজুড়ে পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ৫ কোম্পানির সমাপ্ত সময়ের দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। এর মধ্যে দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিকের মুনাফা প্রকাশ করে। কোম্পানিগুলো হলো: ঢাকা ইন্স্যুরেন্স লিমিটেড, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি পিএলসি, সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড, রিপাবলিক ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং ইউনিয়ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

ঢাকা ইন্স্যুরেন্স লিমিটেড: গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন‘২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৭৫ পয়সা। আগের বছর একই সময়ে ৭৯ পয়সা আয় হয়েছিল।

এদিকে, হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে বা ৬ মাসে (জানুয়ারি-জুন’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ১ টাকা ৫০ পয়সা। গত বছরের একই সময়ে ১ টাকা ৫৬ পয়সা আয় হয়েছিল। গত ৩০ জুন, ২০২৪ তারিখ শেষে কোম্পানিটির পুনর্মূল্যায়নের সাথে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৫ টাকা ৭৩ পয়সা।

বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি পিএলসি: গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন‘২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫৮ পয়সা। আগের বছর একই সময়ে ৫৪ পয়সা আয় হয়েছিল।

এদিকে, হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে বা ৬ মাসে (জানুয়ারি-জুন’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ১ টাকা ২২ পয়সা। গত বছরের একই সময়ে ১ টাকা ২৭ পয়সা আয় হয়েছিল। গত ৩০ জুন, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২০ টাকা ১৭ পয়সা। আগের বছরে ছিল ২০ টাকা ৮৫ পয়সা। এছাড়া কোম্পানিটির আলোচ্য সময়ের শেয়ার প্রতি ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) করেছে ১ টাকা ৩১ পয়সা। যা আগের বছরে ছিল ১ টাকা ১৬ পয়সা।

সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড: গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের ও ৩১ মার্চ, ২০২৪ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। তথ্যমতে, হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর’২৩-ডিসেম্বর’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ১৭ পয়সা। আগের বছর একই সময়ে ৮৭ পয়সা লোকসান হয়েছিল। এদিকে হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে বা ৬ মাসে (জুলাই’২৩-ডিসেম্বর’২৩) কোম্পানিটির আয় হয়েছে ৫ টাকা ৪০ পয়সা। গত বছরের একই সময়ে ৬ টাকা ১৫ পয়সা আয় হয়েছিল। গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৬৬ টাকা ৩৪ পয়সা।

কোম্পানিটির আলোচ্য সময়ের শেয়ার প্রতি ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) করেছে ১২ টাকা ১৭ পয়সা। যা আগে ছিল ২ টাকা ১৬ পয়সা। এছাড়া, চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ‘২৪) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ঊচঝ) হয়েছে ৩ টাকা ৬০ পয়সা। গত বছর একই সময়ে শেয়ার প্রতি লোকসান হয়েছিল ৭৫ পয়সা। অন্যদিকে তিন প্রান্তিক মিলিয়ে বা ৯ মাসে (জুলাই’২৩-মার্চ’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ঊচঝ) হয়েছে ১ টাকা ৮০ পয়সা। যা আগের বছর একই সময়ে ছিল ৫ টাকা ৪০ পয়সা।

গত ৩১ মার্চ, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৬২ টাকা ৭৪ পয়সা। আগের বছর ছিল ১৬৪ টাকা ৯৪ পয়সা। কোম্পানিটির আলোচ্য সময়ের শেয়ার প্রতি ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) করেছে ১৪ টাকা ০৩ পয়সা। আগের বছর ছিল ৪ টাকা ০৫ পয়সা।

রিপাবলিক ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড: গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। তথ্যমতে, চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন’২৪) কোম্পানির শেয়ার প্রতি আয় (ঊচঝ) হয়েছে ৬৩ পয়সা। গত বছর একই সময়ে ৬৪ পয়সা আয় হয়েছিল।

এদিকে, হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে বা ৬ মাসে (জানুয়ারি’২৪-জুন,২৪) কোম্পানির ইপিএস হয়েছে ১ টাকা ১৯ পয়সা। গত বছরের একই সময়ে আয় হয়েছিল ১ টাকা ২৩ পয়সা। গত ৩০ জুন, ২০২৪ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) ছিল ১৮ টাকা ৪১ পয়সা।

ইউনিয়ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড: গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। তথ্যমতে, চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল’২৪-জুন’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৭ পয়সা। আগের বছর একই সময়ে ৮১ পয়সা আয় হয়েছিল।

এদিকে হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে বা ৬ মাসে (জানুয়ারি’২৪-জুন’২৪) কোম্পানিটির আয় হয়েছে ১ টাকা ০৩ পয়সা। গত বছরের একই সময়ে ১ টাকা ৭০ পয়সা আয় হয়েছিল। গত ৩০ জুন, ২০২৪ তারিখ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৮ টাকা ৫০ পয়সায়।