দেশ প্রতিক্ষণ, ঢাকা: সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ক্রিস্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৪ শতাংশ। কোম্পানিটি ৪৪৬ বারে ২ লাখ ৩ হাজার ৯৮৬ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ কোটি ৪১ লাখ টাকা।

তালিকায় ২য় স্থানে থাকা ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৩ শতাংশ। কোম্পানিটি ৭৯৪ বারে ২ লাখ ৬৫ হাজার ৮৫৪ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩ কোটি ৯০ লাখ টাকা। তালিকার ৩য় স্থানে থাকা এশিয়াটিক ল্যাবরেটরিজের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯২ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ৮০২ বারে ২৪ লাখ ৭৪ হাজার ৯৬৮ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৯ কোটি ৫৪ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে: গ্লোবাল হেভি কেমিক্যালসের ৯.৮৯ শতাংশ, টেকনো ড্রাগসের ৯.৮৪ শতাংশ, ফরচুন সুজের ৯.৭৯ শতাংশ, লাভেলো আইসক্রিমের ৯.৭৭ শতাংশ, সালভো কেমিক্যালসের ৭.৭২ শতাংশ, ইউনাইটেড ফাইন্যান্সের ৯.০৯ শতাংশ এবং আইসিবির ৮.৯৯ শতাংশ দর বেড়েছে।