ডিএসইর সূচকের উত্থানের সর্বোচ্চ চেষ্টায় ৭ কোম্পানি
দেশ প্রতিক্ষণ, ঢাকা: সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূচকের দরপতনের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। তবে সূচকের পতনে বাজার উত্থান রাখার সব্বোর্চ চেষ্টায় ছিলো ৭ কোম্পানি। কোম্পানিগুলো হলো: রেনেটা, জিপিএইচ ইস্পাত, খান ব্রাদার্স, সিটি ব্যাংক, স্কয়ার ফার্মা, রূপালী ব্যাংক এবং কনফিডেন্স সিমেন্ট।
রেনেটা: আজ বাজারকে সর্বোচ্চ সাপোর্ট দিয়েছে রেনেটা। কোম্পানিটির মাধ্যমে আজ ডিএসইর সূচক বেড়েছে ৯.৪১ পয়েন্ট। ইউরোপের বাজারে কোম্পানিটির ওষুধ রপ্তানির খবরে শেয়ারটির প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বেড়ে যায়। কোম্পানিটির শেয়ার কেনার জন্য বিশেষ আগ্রহ দেখা যায় বিনিয়োগকারীদের। আগেরদিন রেনেটার শেয়ারের ক্লোজিং দর ছিল ৭৭০ টাকা ২০ পয়সায়। আজ লেনদেন শেষে ক্লোজিং দর হয়েছে ৮০৯ টাকা ৭০ পয়সায়। আজ কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৩৯ টাকা ৫০ পয়সা।
জিপিএইচ ইস্পাত: জিপিএইচ ইস্পাতের মাধ্যমে আজ ডিএসইর সূচক বেড়েছে ৩.০৭ পয়েন্ট। আগেরদিন কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর ছিল ২৮ টাকা ৮০ পয়সায়। আজ লেনদেন শেষে ক্লোজিং দর হয়েছে ৩১ টাকা ৬০ পয়সায়। আজ কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ২ টাকা ৮০ পয়সা।
খান ব্রাদার্স: খান ব্রাদার্সের মাধ্যমে আজ ডিএসইর সূচক ২.০৭ পয়েন্ট বেড়েছে। আগেরদিন কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর ছিল ১১৬ টাকা ১০ পয়সায়। আজ লেনদেন শেষে ক্লোজিং দর হয়েছে ১২৩ টাকা ২০ পয়সায়। আজ কোম্পানিটির শেয়ার দর ৬ টাকা ১০ পয়সা বেড়েছে।
বাজারকে উত্থানের দিকে ধরে রাখতে সর্বোচ্চ ভূমিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে সিটি ব্যাংকের মাধ্যমে ১.৯৯ পয়েন্ট, স্কয়ার ফার্মার ১.২২ পয়েন্ট, রূপালী ব্যাংকের ১.০৪ পয়েন্ট এবং কনফিডেন্স সিমেন্টের মাধ্যমে ১.০২ পয়েন্ট সূচকে যোগ হয়েছে।