দেশ প্রতিক্ষণ, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের অস্বাভাবিক শেয়ারদর ও লেনদেন বৃদ্ধির বিষয়ে জানতে চেয়ে কোম্পানিটির কাছে চিঠি পাঠিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। তবে এবিষয়ে এখন পর্যন্ত কোনো জবাব দেয়নি কোম্পানিটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, ফারইস্ট ইসলামী লাইফের অস্বাভাবিক শেয়ারদর ও লেনদেন বৃদ্ধির পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য আছে কিনা জানতে চেয়ে গত গত ৫ সেপ্টেম্বর কোম্পানিটিকে চিঠি পাঠায় ডিএসই। তবে কোম্পানিটির পক্ষ থেকে কোনো জবাব পাওয়া যায়নি।
বাজার বিশ্লেষণে দেখা যায়, গত ২১ আগস্ট কোম্পানিটির শেয়ারদর ছিল ৩৬ টাকা ৯০ পয়সা। এর পর থেকে কোম্পানিটির শেয়ারদর ঊর্ধ্বমুখী। সর্বশেষ আজ রোববার (৮ সেপ্টেম্বর) কোম্পানিটির শেয়ারদর দাঁড়িয়েছে ৪৯ টাকা ২০ পয়সায়।