দেশ প্রতিক্ষণ, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত এনসিসি ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড-১ ৩০ জুন, ২০২৪ সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে। অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে ফান্ডটির ইউনিট প্রতি লোকসান হয়েছে প্রায় ১৩ পয়সা ( ০.১২৭৩ টাকা)। আগের বছর একই সময়ে ইউনিট প্রতি আয় হয়েছিল ৩৩ পয়সা (০.৩৩০৯ টাকা)।

জানা যায়, অর্থবছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে ইউনিট প্রতি লোকসান হয়েছে ৯১ পয়সা (০.৯১৬৬ টাকা)। আগের বছর একই সময়ে আয় ছিল প্রায় ৫৫ পয়সার (০.৫৪৮৮ টাকা)। ৩০ জুন, ২০২৪ তারিখে বাজার মূল্য়ে ফান্ডটির ইউনিট প্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৯ টাকা ৪০ পয়সা।